একটি ক্রুজ পার্টি থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সামির ওয়াংখেড়ে। এর পরের গল্প কমবেশি সবারই জানা। শাহরুখ খানের দৌড়ঝাঁপ। দীর্ঘদিন লাইমলাইট থেকে বাইরে থাকা। আরিয়ানের জন্যও সময়টা ছিল কঠিন। তাকে সংশোধনাগারে থাকতে হয়েছে।
তবে এরপর আরিয়ান বেরিয়ে এলেন। এ বছর মুক্তি পেল তার হাতে নির্মিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এতে একটি চরিত্র রেখেছেন তিনি যার সঙ্গে সামিরের মিল আছে। আর সে কারণেই সামির ক্ষেপেছেন এবং মানহানির মামলা করেছেন শাহরুখ খানের বিরুদ্ধে।
সিরিজের প্রথম এপিসোডেই দেখা যায় একটা সিনেমার সাকসেস পার্টি চলছে। পার্টির বাইরে থেকে এক তরুণ নায়ককে ধরে নিয়ে যায় সরকারি অফিসার। মাদকের বিরুদ্ধে শ্লোগানও দেন তিনি। বিষয়টিকে ব্যাঙ্গাত্মকভাবে দেখিয়েছেন আরিয়ান। আর সে কারণেই ক্ষেপেছেন সামির।
এনসিবির সাবেক এই অফিসারের ভাষায়, ‘মাদকবিরোধী সংস্থার বিরুদ্ধে এই ওয়েব সিরিজ খুবই নেতিবাচক ও ভিত্তিহীন। আইন প্রয়োগকারী সংস্থাগুলির উপরেও মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করেছে এই সিরিজ।’
এইসব কারণের ওপর ভিত্তি করে তিনি সিরিজের প্রযোজক শাহরুখ খানের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা করেছেন। সামির আরো দাবি করেন যে তাকে ব্যঙ্গ করতেই এই সিরিজ নির্মাণ করা হয়েছে।
সূত্র: টাইমস নাউ


বিনোদন ডেস্ক : 














