ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা পর্যন্ত এ যানজট ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শেষ পর্যন্ত কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও দুশ্চিন্তা।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এখন (শেষ খবর পাওয়া পর্যন্ত) যানবাহন চলাচল করছে। ধীরে ধীরে যানজট কমে আসবে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, সোনারগাঁয়ের দড়িকান্দিসহ দুটি স্থানে গাড়ি বিকল হওয়ায় সাইনবোর্ড থেকে টোলপ্লাজা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছিল। বর্তমানে ধীরগতি গাড়ি চলছে তবে। তবে মহাসড়কে গাড়ির চাপ অনেক বেশি।


স্টাফ রিপোর্টার : 














