ঢাকা
,
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি কার্গো ভিলেজের আগুন
জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা : প্রধান উপদেষ্টা
মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞায় কাজ হারাবেন ২ লক্ষাধিক জেলে
আমরা ফিলিস্তিন টাইম জোনে ঢুকেছি: শেষ জাহাজ আটকের আগে ভিডিও বার্তায় শহিদুল
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার রাস্তাজুড়ে তীব্র যানজট
প্রতিশোধ নিলে আমার ওপর নিন, কর্মীদের ছুঁবেন না’ : থালাপতি বিজয়
প্যারিস ফ্যাশন উইকে আলোচনায় ঐশ্বরিয়া
যুক্তরাষ্ট্রে সরকারি দপ্তরে শাটডাউন, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী
শিক্ষার্থীদের দাবির মুখে ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি
-
স্টাফ রিপোর্টার : - আপডেট সময় ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- ২২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির মুখে রেজিস্ট্রার মোহা. তৌহিদুল ইসলামকে সাময়িক অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।
সেইসঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদকে অস্থায়ীভাবে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মতিউর রহমান।
তিনি বলেন, রেজিস্ট্রারের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত আলাদা বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে সব বিভাগের ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট এবং অফিস প্রধানের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর অনুচ্ছেদ ১১ (১২) মোতাবেক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও তাকে নিয়মিত দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখার সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে আইসিটি বিভাগের অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদকে সাময়িকভাবে রেজিস্ট্রারের দায়িত্ব প্রদানের কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি আংশিক পূরণ হয়েছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম।
এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা জুলাই ও আগস্ট আন্দোলনের ‘বিরোধিতাকারী’ রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা দেওয়ার পাশাপাশি উপাচার্যের কাছে দুটি দাবি উত্থাপন করেন।
দাবির মধ্যে ছিল, বিচার কমিটি গঠন না হওয়া ও রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি না দেওয়া পর্যন্ত তার কার্যালয় তালাবদ্ধ রাখা এবং বুধবারের মধ্যে মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।
আন্দোলন চলাকালে বিকালে দুটি ছাত্র সংগঠনের নেতারা রেজিস্ট্রারের কার্যালয়ের তালা খুলে দিলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা আবার রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে উপাচার্যের সঙ্গে আলোচনার ভিত্তিতে শর্তসাপেক্ষে তালা খুলে নেন শিক্ষার্থীরা।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


















