ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Newbd24.com

সোহাগ বাস কাউন্টারে ভয়াবহ হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ভয়াবহ হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় পারভেজ হোসেন নামে এক হামলাকারীকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সোহাগ পরিবহনের সিকিউরিটি ইনচার্জ আল-আমিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি রমনা থানায় মামলাটি করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলা হয় বলে অভিযোগ। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ক্যামেরার ওই ফুটেজে দেখা যায়, সোহাগ বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন দুজন। এমন সময় কয়েকজন যুবক হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই দুই ব্যক্তিকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এসময় ভুক্তভোগীরা জীবন রক্ষার্থে কাউন্টারের ভেতরে ঢুকে যায়। এরপর হামলাকারীরা কাউন্টার ভাঙচুর শুরু করে এবং ভেতরে ইট-পাথর ছুড়তে থাকে। এসময় কাউন্টারের ভেতর থেকে দুজন বের হয়ে পালানোর চেষ্টা করেন। হামলাকারীদের তাদের পেছনে তাড়া করে উপর্যুপরী আঘাত করতে থাকে। জানা গেছে, সংঘবদ্ধ হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে সোহাগ বাস কাউন্টারের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন। যদিও হামলার আগে কী ঘটেছিল, কেন হামলা চালানোর হলো, সে ঘটনা সিসিটিভির ফুটেজে দেখা যায়নি। এ সম্পর্কে পুলিশ জানিয়েছে, সোহাগ পরিবহনের মালিকের বাসার সামনে দাঁড়িয়ে দুজন সিগারেট খাচ্ছিল। এ সময় সেটির মালিক বাসায় ঢোকার মুখে তাদের সেখানে দাঁড়িয়ে ধুমপান করতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পরই ধূমপায়ীরা দলবল নিয়ে হামলা চালায়। ‎সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, আমাদের কাউন্টারের সামনে কয়েকজন লোক সিগারেট খাচ্ছিল। আমাদের স্টাফরা তাদের সরে যেতে বললে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা ফোন করে আরও প্রায় ২০-২৫ জন অস্ত্রধারী লোক ডেকে এনে আমাদের ওপর হামলা করে। আমাদের কাউন্টার ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় ১৬ জনকে আসামি করে আজকে একটি মামলা দায়ের হয়েছে। পারভেজ নামে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সোহাগ বাস কাউন্টারে ভয়াবহ হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

আপডেট সময় ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ভয়াবহ হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় পারভেজ হোসেন নামে এক হামলাকারীকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সোহাগ পরিবহনের সিকিউরিটি ইনচার্জ আল-আমিন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি রমনা থানায় মামলাটি করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলা হয় বলে অভিযোগ। হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ক্যামেরার ওই ফুটেজে দেখা যায়, সোহাগ বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন দুজন। এমন সময় কয়েকজন যুবক হাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ওই দুই ব্যক্তিকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এসময় ভুক্তভোগীরা জীবন রক্ষার্থে কাউন্টারের ভেতরে ঢুকে যায়। এরপর হামলাকারীরা কাউন্টার ভাঙচুর শুরু করে এবং ভেতরে ইট-পাথর ছুড়তে থাকে। এসময় কাউন্টারের ভেতর থেকে দুজন বের হয়ে পালানোর চেষ্টা করেন। হামলাকারীদের তাদের পেছনে তাড়া করে উপর্যুপরী আঘাত করতে থাকে। জানা গেছে, সংঘবদ্ধ হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে সোহাগ বাস কাউন্টারের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন। যদিও হামলার আগে কী ঘটেছিল, কেন হামলা চালানোর হলো, সে ঘটনা সিসিটিভির ফুটেজে দেখা যায়নি। এ সম্পর্কে পুলিশ জানিয়েছে, সোহাগ পরিবহনের মালিকের বাসার সামনে দাঁড়িয়ে দুজন সিগারেট খাচ্ছিল। এ সময় সেটির মালিক বাসায় ঢোকার মুখে তাদের সেখানে দাঁড়িয়ে ধুমপান করতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পরই ধূমপায়ীরা দলবল নিয়ে হামলা চালায়। ‎সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বলেন, আমাদের কাউন্টারের সামনে কয়েকজন লোক সিগারেট খাচ্ছিল। আমাদের স্টাফরা তাদের সরে যেতে বললে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা ফোন করে আরও প্রায় ২০-২৫ জন অস্ত্রধারী লোক ডেকে এনে আমাদের ওপর হামলা করে। আমাদের কাউন্টার ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় ১৬ জনকে আসামি করে আজকে একটি মামলা দায়ের হয়েছে। পারভেজ নামে একজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।