ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Newbd24.com

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমা ‘কিং’র শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন। ৪ সেপ্টেম্বর একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় ‘কিং’ সিনেমার সেট থেকে ছবি পেয়েছেন বলে দাবি করা হয়। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল, ‘SRK spotted on the sets of King’। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট পরে, ধূসর চুল এবং কালো চশমা পরে একটি ‘ম্যাকডোনাল্ডাস’ রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন। দূর থেকে তোলা ছবিতে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে, শাহরুখের হাতে স্লিন্গ আছে কি না। তবে চারদিকে ছাতা, লাইট এবং ক্যামেরার সরঞ্জাম দেখা যাচ্ছে। শাহরুখের কিং লুকে বিশেষ করে নজর টেনেছে তার ধূসর চুল। একজন লেখেন, ‘এজিং ইজ হ্যান্ডসাম’! আরেকজন লেখেন, ‘উফফফ ভাই! সো হট’। অন্য কমেন্টে লেখা হয়, ‘এই লোকটার যত বয়স হচ্ছে তত সেক্সি হচ্ছে। আর অপেক্ষা করতে পারছি না কিং আসার। রাতে আর ঘুম আসবে না’। ‘কিং’ সিনেমাটি ২০২৩ সালের পর শাহরুখের বড়পর্দায় কামব্যাকের ইঙ্গিত দেয়, যখন তার তিনটি ব্যাক-টু-ব্যাক রিলিজ ছিল। এ সিনেমায় তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রঘব জুয়াল-রা। এখানেই শেষ নয় সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও করছেন। প্রথমে এ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরবর্তীতে সেই দায়িত্ব যায় সিদ্ধার্থ আনন্দের হাতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস

আপডেট সময় ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
বলিউড বাদশা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমা ‘কিং’র শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন। ৪ সেপ্টেম্বর একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় ‘কিং’ সিনেমার সেট থেকে ছবি পেয়েছেন বলে দাবি করা হয়। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল, ‘SRK spotted on the sets of King’। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট পরে, ধূসর চুল এবং কালো চশমা পরে একটি ‘ম্যাকডোনাল্ডাস’ রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন। দূর থেকে তোলা ছবিতে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে, শাহরুখের হাতে স্লিন্গ আছে কি না। তবে চারদিকে ছাতা, লাইট এবং ক্যামেরার সরঞ্জাম দেখা যাচ্ছে। শাহরুখের কিং লুকে বিশেষ করে নজর টেনেছে তার ধূসর চুল। একজন লেখেন, ‘এজিং ইজ হ্যান্ডসাম’! আরেকজন লেখেন, ‘উফফফ ভাই! সো হট’। অন্য কমেন্টে লেখা হয়, ‘এই লোকটার যত বয়স হচ্ছে তত সেক্সি হচ্ছে। আর অপেক্ষা করতে পারছি না কিং আসার। রাতে আর ঘুম আসবে না’। ‘কিং’ সিনেমাটি ২০২৩ সালের পর শাহরুখের বড়পর্দায় কামব্যাকের ইঙ্গিত দেয়, যখন তার তিনটি ব্যাক-টু-ব্যাক রিলিজ ছিল। এ সিনেমায় তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি। এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রঘব জুয়াল-রা। এখানেই শেষ নয় সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও করছেন। প্রথমে এ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরবর্তীতে সেই দায়িত্ব যায় সিদ্ধার্থ আনন্দের হাতে।