ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Newbd24.com

মাত্র ১০০ রুপিতে মাঠে বসে দেখা যাবে ওয়ানডে বিশ্বকাপ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারই সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট দেখার সুযোগ পাবেন দর্শকরা। মাত্র ১০০ রুপিতে (প্রায় ১.১৪ ডলার) মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৮ টাকা। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল নারী বিশ্বকাপ। সেখানে শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছিল। যা ছিল ৭ এনজেডডি (প্রায় ৩৫০ রুপি বা ৪.৪৫ ডলার)। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য সর্বনিম্ন ১৭ এনজেডডি (প্রায় ৮৫০ রুপি বা ১০ ডলার) দামে টিকিট বিক্রি করা হয়েছিল। অর্থাৎ, এবারের টিকিটের দাম গতবারের চেয়ে সাড়ে আট গুণ সস্তা। আসন্ন নারী বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। উদ্বোধনী ম্যাচ আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। নারী বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিচ্ছে মোট আট দল। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়া বাকি দলগুলো হচ্ছে- পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারের নারী বিশ্বকাপে আইসিসি উল্লেখযোগ্যভাবে পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ এবং ছেলেদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মাত্র ১০০ রুপিতে মাঠে বসে দেখা যাবে ওয়ানডে বিশ্বকাপ

আপডেট সময় ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারই সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট দেখার সুযোগ পাবেন দর্শকরা। মাত্র ১০০ রুপিতে (প্রায় ১.১৪ ডলার) মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৮ টাকা। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল নারী বিশ্বকাপ। সেখানে শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছিল। যা ছিল ৭ এনজেডডি (প্রায় ৩৫০ রুপি বা ৪.৪৫ ডলার)। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য সর্বনিম্ন ১৭ এনজেডডি (প্রায় ৮৫০ রুপি বা ১০ ডলার) দামে টিকিট বিক্রি করা হয়েছিল। অর্থাৎ, এবারের টিকিটের দাম গতবারের চেয়ে সাড়ে আট গুণ সস্তা। আসন্ন নারী বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। উদ্বোধনী ম্যাচ আগামী ৩০ সেপ্টেম্বর ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত হবে। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। নারী বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিচ্ছে মোট আট দল। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়া বাকি দলগুলো হচ্ছে- পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবারের নারী বিশ্বকাপে আইসিসি উল্লেখযোগ্যভাবে পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে। এবারের আসরে মোট পুরস্কার ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা), যা ২০২২ সালের সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ এবং ছেলেদের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি।